প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ  লাগাতার কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদনঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ বৈশম্য মুক্ত বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কাম প্রহরী পদটি জাতীয়করণসহ একদফা দাবি আদায়ের লক্ষে লক্ষ্যে শান্তিপূর্ণ  লাগাতার কর্মসূচী পালন করছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কাম প্রহরীরা ।তাদের একদফা দাবি হচ্ছে দপ্তরী কাম-প্রহরী পদটি জাতীয়করণ করতে হবে।আয়োজনেঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কার্ম প্রহরী বৃন্দ। উক্ত মানববন্ধনে যোগদান করেন সাঘাটা উপজেলার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সকল দপ্তরী কার্ম প্রহরীরা।জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত দপ্তরী কার্ম প্রহরী বৃন্দরা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন