প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্কুল ছাত্র রিয়াদের চিকিৎসার ব্যায় ভার বহন করতে না পেরে বাসায় অবস্থান

 মোঃ জাফর ইকবাল রানা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দিয়ে গত ১৮ জুলাই সকালে বগুড়া সাতমাথায় মিছিলে যোগ দেয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলে এন্ড কলেজের ছাত্র এসএসসি পরীক্ষার্থী রিয়াদ (১৫)। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হলে বন্ধুরা তাকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে অনেকে রিয়াদের বাবা মা কে ভয়ভীতি দেখালে সেখান থেকে তাকে নিয়ে এসে গোবিন্দগঞ্জ সেবা ক্লিনিকে ভর্তি করায়। চিকিৎসার টাকা বহন করতে না পেরে এখন সে বাসায় অবস্থান করছে।। আহত রিয়াদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়া নিবাসী বাস শ্রমিক সাইদুর রহমানের ছেলে। সাইদুর রহমান বলেন, তার ছেলের শরীরে এখনো অনেক বুলেট রয়েছে, অপসারণ করার সামর্থ নেই তাই বাস শ্রমিক সাইদুর তার ছেলের সুচিকিৎসার জন্য বিত্তশালী ও বর্তমান সরকারের নিকট আকুল আবেদন জানিয়েছেন। যোগাযোগ ঃ ০১৭১৬১৫৩২৭১

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন