প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে দুধ দিয়া গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে ১৫ লাখ হেরে জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণার পর দুধ দিয়ে গোসল করলেন জাহিরুল ইসলাম নামে এক যুবক। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া (ক্যাসিনো) থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈধভাবে ব্যবসা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল। এ সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন, যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মতো জুয়া খেলা থেকে বিরত থাকেন। জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লাখ টাকা এই জুয়ায় হেরে গেছি। শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলব না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন