প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজ শুভশ্রী তালুকদার এর জন্মদিন আজ

২৩ শে আগষ্ট আমার একমাএ বাতিজি শুভশ্রী তালুকদারের জন্মদিন।জন্মদিনে অনেক অনেক ভালবাসা রইল মা। সুন্দর হোক তোর আগামীর পথচলা। জীবনের প্রতিটা ধাপে তোর সফলতা আসুক উজ্জ্বল আলোয় ফুটে উঠুক তোর জীবন। 💕 সুন্দর ও মধুময় হোক তোর আগামী দিনের লালিত স্বপ্ন..💝 অদূর ভবিষ্যতের ইচ্ছা গুলো পূরণ হোক। তোর জন্মদিনে আমাদের ভালোবাসা ছিল আছে থাকবে অনন্ত কাল ধরে। তোর জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখতে বসে, স্মৃতিময় কাটানো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে গেলো মা। চাঁদের আলোয় উদ্ভাসিত হোক জীবন সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকবি শুভ কামনা রইল তোর জন্য সবসময়। তোর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি প্রার্থনা করি যাতে সুন্দর হোক তোর আগামীর পথচলা।মানুষের মত মানুষ হয়ে আলোকিত হও এই পৃথিবীতে। শুভকামনায়, তোর মেজকাকু রামকৃষ্ণ তালুকদার গণমাধ্যম কর্মী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন