প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতির এই ক্রান্তিলগ্নে মাস্টার জাকের হোসেন চৌধুরীর মত নির্লোভ ব্যক্তিত্ব এসময়ে বড়ই প্রয়োজন

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা  প্রতিনিধি: টেকনাফ উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতাওসভাপতি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর  স্মরণ সভায় বক্তারা বলেছেন জাতির এই ক্রান্তিলগ্নে  মাস্টার  জাকের হোছাইন চৌধুরীর মত নির্লোভ ব্যক্তির বড়ই প্রয়োজন।২৩ আগষ্ট( জুমাবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে  মাস্টার জাকের হোসেন চৌধুরীর ৬ ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে   তার সুযোগ্য সন্তান হ্নীলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোরাদ হোসেন চৌধুরীর  সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়েছে। ছাত্র নেতা আরফাত চৌধুরীর  সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক দুঃসময়ের সাহসী নেতা মোঃআব্দুল্লাহ এলএলবি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বি এ, জেলা বিএনপির সদস্য ও টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাফর আলম মেম্বার , টেকনাফ পৌর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ কমিশনার,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জালাল আহমদ মেম্বার,প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কৃষক দলের আহবায়ক  নুরুন্নবী,টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোক্তার আহমদ দল্লাহ কৃষক দল নেতা সরওয়ার কামাল ও নুরুল মোস্তফা কৃষক দলের হ্নীলা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক শফি আলম সহ ছাত্রদল,যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেছেন দেশ জবর দখল মুক্ত হলে ও সমাজও রাষ্ট্রের প্রতিটি রন্দ্রে রন্দ্রে আওয়ামী অপশাসন কারীদের প্রেতাত্মারা বসে রয়েছে তাদের স্বমূলে বিনাশ করতে হবে, দেশের ক্রান্তিলগ্নে ধৈর্য এবং সাহসিকতার সাথে বর্তমান অন্তর্বতিকালীন সরকার কে সহযোগিতা করতে হবে,এবং দেশের বন্যাদূর্গত মানুষের পাশে সকল শক্তিদিয়ে সহায়তা করতে হবে। পরে মাস্টার জাকের হোসেন চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা ও বন্যাদূর্গতদের মুসিবত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে মোনাজাত করার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন