প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দেশের বন্যাদূর্গত মানুষের  পাশে দাঁড়াতে টেকনাফের হ্নীলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষাধিক টাকা প্রেরণ

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি: দেশের বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়াতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ  হ্নীলা  বাজারের ব্যবসায়ী,শ্রমিক, সিএনজি চালক,অটো চালক,সহ বিভিন্ন  শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮ হাজার ৮ শত টাকা  উত্তোলন করেছেন।২৩ আগর্ষ্ট জুমাবার জুমার নামাজের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই টাকাগুলো তুলে সন্ধ্যা মাগরিবের  নামাজের পর হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মসজিদের বারান্দায় বসে গণনা করেছেন।গণনা শেষে সচ্চতা ও জবাবদিহিতা  নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তারা আগামীকাল সকালের মধ্যে উত্তোলিত টাকা গুলো কেন্দ্রীয়  সমন্বয়কদের সাথে  যোগাযোগ  করে কেন্দ্রে এই টাকা গুলো পাঠানোর ব্যবস্থা করা হবে।কেন্দ্রে টাকা পাঠানো নিশ্চিত করা হলে তা স্ক্রিনশটের মাধ্যমে আবার ও গণমাধ্যম কর্মীদের জানানো হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সায়েম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন