প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় বুড়ি তিস্তা বাঁধের বেহাল দশা

মোঃ আল আমিন ইসলাম বার্তা সম্পাদক: গোলমুন্ডা ঘাটের পার থেকে শুরু করে শৌলমারী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের কিছুদিন গত হলো বাঁধের কাজ করানো হয়। এবারে ভারী কয়েক দিন বৃষ্টির পানিতে ভেঙ্গে চৌচির হয়ে যায়। কথা ছিল এ রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করবে কিন্তু এই মুহূর্তে একটি বাইসাইকেল চালিয়ে কেউ যেতে পারবে না। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এত সুন্দর একটি বাঁধের কাজ করলো। না জানি তারা এই কাজ করেছে কি দিয়ে এত তাড়াতাড়ি সব ভেঙ্গে যাচ্ছে। কথা ছিল পুরো বাঁধ ভালো মাটি দিয়ে বাঁধবে দুর থেকে এনে। কিন্তু তারা বাঁধের পাশেই মেশিন লাগিয় বালু উত্তোলন করার কারণেই পুরে বাঁধ ধসে যাওয়ার মত অবস্থা হয়েছে। চর অঞ্চলের মানুষরা বলতেছে আমাদের আগের বাঁধ অনেক ভালো ছিলো কোন দিনো ভেঙ্গে পড়তো না। কিন্তু আমাদের চোখে ঘুম নাই দেশের যে অবস্থা ইতিমধ্যে বন্যায় নয়টি জেলার ডুবিয়ে গেছে যদি তিস্তা ব্যারেজ খুলে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের বাড়িঘর, আমাদের স্ত্রী সন্তান, গবাদি পশু নিয়ে কোথায় উঠবো। আকুতি মিনতি সবার আমাদের কি হবে এক মাত্র আমাদের আল্লাহ তায়ালা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আমাদের চোখে ঘুম নেই কখন কি ঘটে বলা যায় না। এই বাঁধের কোন বিশ্বাস নেই এখনই ধ্বংস হয়ে গেছে আমাদের দাবি পুনরায় বাঁধ সংস্কার করে ভালোভাবে কাজ করা হোক আমরা বাধ সংস্কার চাই। নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জনসাধারণ মানুষের আপনারা নিজ হাত দিয়ে বাঁধটি সংস্কার করে দিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন