প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
গাইবান্ধা সদর উপজেলায় র‍্যাব-১৩ এর অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪৩ কেজি গাঁজাসহ একটি ভাড়ায় চালিত সিএনজি আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি অভিযানিক টিম। এসময় রেজাউল ইসলাম (৪৫) ও সাইদুল ইসলাম(৪৪) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২- আগস্ট) দুপুরে র‍্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল ইসলাম নামের ব্যক্তি সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতারি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও সাইদুল ইসলাম নামের যুবক সে লালমনিরহাট সদর উপজেলার আইর খামার গ্রামের মৃত অছি মামুদের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব- ১৩ এর একটি অভিধানিক টিম সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ভাড়ায় চালিত সিএনজির ভিতরে থাকা অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪৩ কেজি গাঁজাসহ গাড়ীটি জব্দ করা হয় এবং সিএনজিতে থাকা ওই দুই মাদক কারবারিকপ গ্রেফতার করা হয়।

এবিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন