প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় কৃমি নিয়ন্তন অনুষ্ঠান উদ্বোধন

জাতীয় কৃমি নিয়ন্তন অনুষ্ঠান উদ্বোধন
অদ্য ৮/১০/২৩ ইং রবিবার সকাল ৯ টা ৩০ ঘটিকায় নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম এর সভাপতিত্বে পলাশ থানা মডেল হাই স্কুলে ২৮ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৮ ই অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলমান কৃমি নিয়ন্তন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিন। উক্ত অনুষ্ঠান শিক্ষক, শিক্ষিকা, ছাএ/ছাএী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন