প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় এক দফা দাবীতে নকল নবিশদের কলম মানববন্ধন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ  সাতক্ষীরায় এক দফা এক দাবীতে নকল নবিশদের কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা রেজিষ্টারের কার্যালয়ের নানা প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে জেলা নকল নবিশ সমিতির সভাপতি শেখ নাজমুজ্জামান (সুমন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লাবলু হোসেনের সঞ্চালনায় মাননববন্ধনে উপস্থিত ছিলেন ক
মোঃ আব্দুর রউফ, জেলা সমন্বয়ক মীর মাহমুদুল হাসান (লাল্টু), সদর নকল নবিশ সমিতির সভাপতি মীর মোর্তজা হাসান (লিটু), সাধারণ সম্পাদক জেসমিন নাহার, গোলজার হোনেন, ইমাদুল হক, সুরাইয়া গুলশানসহ জেলা ও উপজেলার সকল নকল নবিশবৃন্দ।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে ১০টা থেকে ১২টা পর্যান্ত কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি চলছে, সারা বাংলাদেশের নকল নবিশদের এক দফা এক দাবী, তাদেরকে জাতীয়করন করে নিতে হবে।
বক্তারা আরো বলেন, দেশজুড়ে যখন সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়ছে তখন নকল নবিশরা আর বসে নেই সবাই রাজপথে নেমে এসছে, রাজস্ব আদায়ে নকল নবিশরা ২য় স্থানে থেকে সরকারের বৃহৎ আয় করে দেয়। নতুন সরকার ক্ষমতায় আসার পরে অনেক দাবী তারা মেনে নিয়েছে, আমদেরকেও যেনো তারা স্থায়ী করন করে আমাদের দাবী মেনে নেয় আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের স্থায়ী করন না হলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা পূর্নাঙ্গ কলম বিরতি সহ সকল কর্মসূচি পালন করবো। আমাদেরকে আর দাবায়ে রাখা যাবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন