প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনায় কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি : কবি মতিউর রহমান মল্লিক স্মরণে পাবনা সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) আলহাজ আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল লতিফ। কেন্দ্রের পরিচালক অধ্যাপক আখতার উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কবি মতিউর রহমান মল্লিক এর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন,পাবনা সংস্কৃতিকেন্দ্রের প্রধান উপদেষ্টা পাবনা ইসলামিয়া কলেজের সাবেক অধ্যাপক অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সাংস্কৃতিকেন্দ্রের উপদেষ্টা ইকবাল হোসাইন, দৈনিক জীবন কথার সম্পাদক অধ্যাপক এস এম আব্দুল্লাহ, পাবনা সংস্কৃতিকেন্দ্রের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল গাফফার খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক রাকিব উদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ডক্টর ইদ্রিস আলম, পাবনা সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি নোমান মুশাররফ, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম হুদা ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, আব্দুল আলিমসহ পাবনার বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিসেবীগন। আলোচনা শেষে সন্ধ্যায় পাবনা সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক শিল্পী আব্দুল মোমিনের উপস্থাপনায় পাবনার বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্পী গোষ্ঠী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন