প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

 মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ ৬৯ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৫ সদস্যরা। বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ হতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার শেখ তোলা গ্রামের দেলবার আকন্দের ছেলে মোহাম্মদ নাসির ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসি কোলা গ্রামের মোহাম্মদ জাকির মিয়ার ছেলে সজীব মিয়া। র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করে পুলিশদের কাছে সোপর্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন