প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

 এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার: সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক ও সম্পাদক মাসুদ হাসান বাদল। ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  ২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন ও সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল। নবগঠিত শেরপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি (আরটিভি), সহ-সভাপতি এসএ শাহরিয়ার মিল্টন (দৈনিক আনন্দবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল (এসএ টিভি/খোলা কাগজ) ও আলমগীর হোসেন (ভোরের ডাক, ইসলামিক টিভি), সাংগঠনিক সম্পাদক আবু হানিফ (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, (নিউজ২৪ টিভি/আজকের পত্রিকা), প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ (এখন টিভি), দপ্তর সম্পাদক নাঈম ইসলাম (বাংলা টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন (আলোকিত বাংলাদেশ) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ/বাংলাদেশ বেতার), এসকে সাত্তার (দৈনিক ইনকিলাব), দেবাশীষ সাহা রায় (প্রথম আলো), মুকসিতুর রহমান হীরা (দিগন্ত টিভি), আসাদুজ্জামান মোরাদ (দৈনিক তথ্যধারা), মোহাম্মদ জুবায়ের রহমান (দৈনিক চিত্র), কাজী মাসুম (দৈনিক ব্রহ্মপুত্র), শহিদুল ইসলাম হিরা (সময় টিভি), হোসাইন আহম্মদ মোল্লা মামুন (দৈনিক মুক্ত আলো) ও শাহরিয়ার শাকির (দৈনিক বাংলা)।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন