প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলে আওয়ামী লীগের আলোচনা সভা
নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক (মুক্তি) এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অহিদুজ্জান (হীরা) উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়া পৌর মেয়র। সভায় বক্তব্য রাখেন, মোল্লা ইমদাদুল হক সদস্য জাতীয় পরিষদ, ইকরামুল হক (টুকু) সাবেক সদস্য জাতীয় পরিষদ সহ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সংসদ সদস্য বিএম কবিরুল হক (মুক্তি) বলেন,বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার প্রশ্নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে আলাদা কিছু ভাবার অবকাশ নেই। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ পাকিস্তান স্টাইলের একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে।
বিএম কবিরুল হক (মুক্তি) আরো বলেন,বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সবার কাছে তুলে ধরা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সংগ্রামরত জননেত্রী শেখ হাসিনার সরকারকে আসছে নির্বাচনে বিপুলভাবে বিজয়ী করাই আমাদের প্রত্যয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন