প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নৌকা থেকে  পড়ে যুবক নিখোঁজ

 বাদশা আলমগীর,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌকা থেকে ছিটকে পড়ে জহর আলী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নিখোঁজ হন। জহর আলী ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর পাকার মাথা এলাকার চান মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দা রিপন ও হামিদুল ইসলাম বলেন, জহর আলী তার দুই বন্ধুসহ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুধকুমার নদে পূর্ব পাড়ে যায়। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নদের পানিতে ডুবে যায়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার কামরুজ্জামান সেলিম বলেন, জহর আলীর সন্ধান পেতে ছয় সদস্যের একটি ডুবুরি দল সকাল ৮টায় দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত জহর আলীর সন্ধান পাওয়া যায়নি।উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন