প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পাইকগাছার দেলুটি ইউনিয়নের ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি।কালিনগর এলাকায় গিয়ে সরেজমিনে জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিনের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে উপছে পড়ে এবং ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দেলুটির ইউনিয়নের প্লাবিত এলাকার স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন