প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রক্ত পিপাসু,সন্রাসের গডফাদার,বালু খেকো,ভুমিদস্যু,টেন্ডার চাঁদাবাজ, দুনীতি বাজ মোশাররফ হোসেন সুইটের অপসারণ ও গ্রেফতারের দাবীতে ২২ আগস্ট সকালে সাঘাটা থানার সামানে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী । মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যরা বলেন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ভোগীদের নাম তালিকায় থাকলেও চেয়ারম্যান নিজের লোকজনের মোবাইলে নম্বরে কৌশলে টাকা নিয়ে নেয় বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন। এ সময় বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রউফ মিয়া, বর্তমান ৯ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য গোলাম হোসেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম বাবু,ইদ্রিস আলী ডান্ডু, ঠিকাদার আলমগীর হোসেন, মহিলাদের পক্ষে গীতারানী,মোরশেদা বেগম প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন