প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহিমাগঞ্জ বৈষম্যের বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে রংপুর চিনিকল আধুনিকায়ন ও পুনরায় চালু করনের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

মোঃ জাফর ইকবাল রানাঃ ২১/০৮/২০২৪ ইং রোজ বুধবার মহিমাগঞ্জ রংপুর সুপার মিলের প্রধান ফটকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে একটি মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান অবস্থিত মহিমাগঞ্জ রংপুরচিনিকল আধুনিকায়ন ও পুনরায় চালু করনের দাবিতে মানববন্ধন – পথসভা ও বিশাল রেলীর আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি ছাত্রনেতা আব্দুর রহিম রোহানের সঞ্চালনায় মহিমাগঞ্জের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন সাগর, ছাত্রনেতা আতিক শাহরিয়ার শান্ত,ছাত্রনেতা পলাশ ইসলাম জয়,ছাত্রনেতা সামিউল শাহ সুজন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

প্রথম পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্রসমাজের উপস্থিত অতিথী হিসাবে বক্তব্য রাখেন ওমর ফারুক ও ছাত্রনেতা অয়ন সুলতান।

এছাড়াও অত্র এলাকার অন্যান্য সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল,সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,রংপুর চিনিকলের প্রতিষ্ঠাতার ছেলে তৈয়ব আলী, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হোদা, শ্রমিকনেতা ফারুক হোসেন ফটু,কৃষকনেতা আতাউর রহমান নান্নু সহ স্হানীয় নেত্রীবৃন্দ।

বিগত সরকারের শাসন আমলে বিভিন্ন আমলা ও দালালদের চক্রান্তে রংপুর সুগার মিলসহ আরও বেশ কয়টি সুগার মিল আখ মাড়াই বন্ধ করে দেয়
তারই ধারাবাহিকতায় যতক্ষণ না পর্যন্ত আঁখ মাড়াই বন্ধকৃত সুগার মিল আবারও পুনরায় চালু করে কৃষক শ্রমিক ও এলাকাবাসীর মুখে নতুন করে হাসি ফিরিয়ে আনবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।

উক্ত পথসভা ও আলোচনার একপর্যায়ে বিশাল একটি রেলী মহিমাগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিমাগঞ্জ সুগার মিল প্রধান ফটকে এসে সকল আয়োজনের এর সমাপ্তি ঘোষণা করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন