প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠান

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠান
“পুলিশকে তথ্য দিন- পুলিশের সেবা নিন” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহরসহ শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউপি ও ১টি পৌরসভার সদস্যবৃন্দ।
এছাড়াও উক্ত ওপেন হাউজ ডে সভায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) সহ থানার অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন। উক্ত ওপেন হাউজ ডে সভায় শ্রীমঙ্গল থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্তে আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন