প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ফেনী কলেজ ছাত্রদল নেতা জিল্লুর উদ্যোগে গ্র্যাফিতি টিমের শিক্ষার্থীদের মতবিনিময়

মো: লুৎফুর রহমান রাকিব জেলা প্রতিনিধি: ফেনী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমানের উদ্যোগে ফেনী শহরের বিভিন্ন স্থানে গ্র্যাফিতি অংকনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের মিজান রোডস্থ একটি চাইনীজ রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানসহ বিপুল পরিমান শিক্ষার্থী অংশ নেয়। মতবিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন, ছাত্রদল কর্মী নুর করিম রুবেল, জাহিদুল ইসলাম, নুর হোসেন শাহিন, আবু হানিফ আল সম্রাট, ইমাম হোসেন, নাদের হোসেন ও আদিবা সুলতানা ঐশি প্রমূখ। ছাত্রদল নেতা জিল্লুর রহমান বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ সৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। তারা ফেনীর দেয়ালে বিভিন্ন গ্র্যাফিতি অংকন করে প্রতিনিয়তই আমাদেরকে সচেতন করে যাচ্ছে। ফেনী সরকারী কলেজের অনেক শিক্ষার্থী গ্র্যাফিতির কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছে। আমি ইতোপূর্বে গ্র্যাফিতির জন্য রং, তুলিসহ সরঞ্জামাদী তাদেরকে উপহার দিয়েছি। এখন তাদের সাথে মতবিনিময় করে এক সাথে দুপুরের লাঞ্চ করেছি। আমরা ছাত্রদের পাশে থাকলে তারা এগিয়ে যেতে সাহস ও উদ্দীপনা পাবে বলে মনে করেন ছাত্রদলের এ নেতা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন