প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আসামী ঝিনাইদহে আটক

 আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামীকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান। আটককৃত আসামী হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৫)। সে স্ত্রী হত্যার দায়ে ১জুন ২০২২ থেকে সাতক্ষীরা কারাগারে ছিল। বিজিবি ৫৮ এর অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, গত ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভেঙ্গে কয়েকজন কয়েদি পালিয়ে যায়। তারমধ্যে স্ত্রী হত্যা মামলার আসামী শফিকুল ইসলাম মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কোদলা নদীর মধ্য থেকে ৫৮ বিজিবির সদস্যরা তাকে আটক করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন