প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শনিবার মধ্যরাত থেকে এই পর্যন্ত বৃষ্টিতে জনদুর্ভোগে আদ্রা ইউনিয়নের এলাকাবাসী

মোঃ মাহাবুব আলম বিশেষ প্রতিনিধি: শনিবার মধ্যরাত থেকে এই পর্যন্ত বৃষ্টিতে কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মাছের প্রজেক্ট ফসলী জমি সহ সড়কগুলো তলিয়ে যায় সড়ক গুলো পানিতে তলিয়ে যায়, সরেজমিনে দেখা যায় যে রাস্তায় এখন মাছ ধরতে ব্যস্ত প্রচন্ড বৃষ্টির কারনে পানি বন্দি এলাকার বাসিন্দারা বড় খাল গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এই ছবিটি কুমিল্লা জেলার আদ্রা উত্তর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেরকট গ্রামে সড়ক।৷ নাঙ্গলকোট আসা যাবার এই রাস্তা এমনে করে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সবগুলো সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে যায়। জনদুর্ভোগে পড়েন এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন