প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কারাবন্দী ৫৭ জন আরব আমিরাতে প্রবাসীর মুক্তির দাবিতে মানববন্ধন

 মোঃ মাহাবুব আলম বিশেষ প্রতিনিতি: আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে কারাবন্দী ৫৭ জন প্রবাসীর পরিবার। মাননীয় উপদেষ্টার সুনজর দৃষ্টির আহ্বান ব্যক্ত করেন তারা। গত ২০ জুলাই আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলো রেমিট্যান্স যোদ্ধারা।সেই মূহূর্তে তাদের কে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানায় ভিকটিমের পরিবার। আন্দোলনের আরব আমিরাতের সমন্বয়ক জহিরুল ইসলামের বাবা জানায়, তারা এখনো‌ জানে না তাদের ছেলে কোথায় আছে।তারা বলেন, প্রবাসীরা চাকরির আশায় এই বিক্ষোভ করেনি। শুধু মাত্র দেশের মানুষ যেনো স্বৈরাচার মুক্ত হতে পারে তার জন্য তারা আন্দোলনে যোগ দেয়।তিনি প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ এবং আসিফ নজরুলের নিকট আকুল আবেদন জানায়। গত জুলাইয়ে ঘটে যাওয়া আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশ যেমন ভাবে উত্তাল হয়েছিলো ঠিক তেমনি ভাবে এর সাথে যুক্ত হয়েছিলো প্রবাসীরাও। ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেও বন্দিদের খোঁজ এখনো পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন