প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

কোথায় আছেন মহরম আলী ভাই

মো লুৎফুর রহমান রাকিবঃ মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করেন বাংলাদেশ পুলিশ বাহিনী…বাংলাদেশ পুলিশ বাহিনী মানব সেবার জন্য সবসময়ই প্রস্তুত ছিলো, আছে এবং থাকবে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ব ইতিহাস ভালো করে লক্ষ্য করুন,দেশের বিপদের মুহুর্তে বন্ধুর মতো সবার আগে পাশে দাড়িয়েছে।বিনা স্বার্থে বাংলাদেশ পুলিশ বাহিনী সাধারণ মানুষের জন্য কাজ করেছে আর সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ সবসময়ই উল্টো পাল্টা কথা লিখেছেন,বলেছেন।জাতির ক্লান্তি লগ্নে কেউ মিথ্যে কথা প্রচার না করে।

যারা আপনার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে সেই মানুষগুলোর জন্য দোয়া করুন,ভালো কিছু বলুন যাতে এরা আপনাদের সহযোগিতায় সবসময়ই ঝাপিয়ে পড়তেও সংকোচ না করে।

জাতির ক্লান্তি লগ্নে এক এক জন সূর্য সন্তানের ভুমিকা
পালন করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী।

মহরম আলী ভাইয়ের জন্য লাখো সালাম…সালাম জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যদের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন