প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধা জেলায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে সিভিল সার্জনের কার্যালয়ে প্রাইভেট ক্লিনিক মালিকদের আলোচনা

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি, বেসরকারি ক্লিনিক এন্ড হাসপাতাল নিয়ে কাজ করে যাচ্ছেন জেলা সিভিল সার্জন। এরই ধারাবাহিকতায় আজ ১৯ আগষ্ট রোজ,সোমবার গাইবান্ধা জেলার ৪টি উপজেলার পরিচালক ও এসোসিয়েশন এর সদস্য বৃন্দের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা.মো: শহীদুজ্জামান সভাপতি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন। ডা:কানিজ সাবিহা জেলা সিভিল সার্জন এই অনুষ্ঠানে ১৪ টি নিদের্শনা প্রদান করছেন।
১.লাইসেন্স বিহীন কোন ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করা যাবে না।
২.লাইসেন্স আবেদন করার পর আবেদন অনুমোদিত না হওয়া পযন্ত কার্যক্রম শুরু করা যাবে না।
৩.২৪/৭ বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস) উপস্থিত ও সিনিয়র স্টাফ নার্স থাকতে হবে।
৪.দৃশ্যমান স্থানে ক্লিনিকের রেজিষ্ট্রেশন /লাইসেন্স নাম্বার ও সেবার মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।
৫. প্রতি অর্থ বছরে লাইসেন্স নবায়ন করতে হবে।
৬. কর্তব্যরত সকল স্টাফদের নিদিষ্ট পোশাক পরিধান করতে হবে।
৭. চিকিৎসক সহ সকল কর্মকর্তা /কর্মচারীগনের যথাযথ নিয়ম অনুযায়ী নিয়োগপত্র ফাইল করে রাখতে হবে।
৮. কালার কোড অনুযায়ী প্রযোজ্য স্থানে বিন ব্যাবহার করতে হবে।
৯. বিদ্যুৎ না থাকিলে অপারেশন পরিচালনার জন্য আইপিএস/ জেনারেটর এর ব্যাক আপ থাকতে হবে।
১০. দৃশ্যমান স্থানে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে।
১১. প্রতিষ্ঠানের SOP (Standard operation procedure /plan) থাকতে হবে।
১২. ল্যাব টেস্টের ক্ষেত্রে দক্ষ ল্যাব টেকনিশিয়ান ও সরকার কর্তৃক অনুমোদিত রিয়াজেন্ট ব্যাবহার করতে হবে।
১৩. বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নিদিষ্ট নিয়ম মেনে যথাযথ স্থানে করতে হবে।
১৪. অপারেশন থিয়েটার – ক)ওটি রুম নিচতলায় রাখা যাবেনা, (খ) জেনারেল এনেস্থিসিয়াতে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যাবহার করা (গ)অপারেশন ক্ষেত্রে এনেস্থিসিওলজিস্ট ব্যাতীত অন্য কেউ এনেস্থিশিয়া দিতে পারবে না।
(ঘ)সার্জনের সহযোগী হিসেবে একজন এমবিবিএস ডাক্তার রাখতে হবে।
(ঙ) আধুনিক সুবিধা ও স্কিনিংসহ রক্ত পরিসঞ্চালনের ব্যাবস্থা নিশ্চিত করতে হবে। মো: সাখাওয়াত হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন এই সভায় সমাপনী বক্তব্যর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন