প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে ৪টি প্রেসক্লাব বিলুপ্ত করে ঐক্যবদ্ধ জয়পুরহাট প্রেসক্লাবে যোগদান

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ৪টি প্রেসক্লাব বিলুপ্ত করে সকল বৈষম্যের বেড়াজাল ছিড়ে সকলেই জয়পুরহাটের পৌর সংলগ্ন একমাত্র ঐতিহ্যবাহী প্রেসক্লাবে যোগদান করেছে।

এ উপলক্ষ্যে প্রেসক্লাবের ২য় তলায় মিলনায়তনে আয়োজিত জরুরী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি আবু বকর সিদ্দিক (বাংলাভিশন টিভি, দৈনিক দিনকাল), সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম (দিগন্ত টিভি, বণিকবার্তা, দি বাংলাদেশ টুডে), সাধারণ সম্পাদক মাসুদ রানা (দীপ্ত টিভি), সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (এটিএন বাংলা), রাশেদুজ্জামান রাশেদ (আরটিভি), মিজানুর রহমান মিন্টু (বিটিভি), সোহেল আহমেদ লিও (এস. এ. টিভি) ও রেজাউল করিম রেজা (দেশ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির (ডিবিসি নিউজ), শাহিদুল ইসলাম সবুজ (সময় টিভি) ও মোমেন মনি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ আবু মুসা (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক ওমর আলী বাবু (দৈনিক নয়াদিগন্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন (মাছরাঙা টিভি) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন (৭১ টিভি), লাইব্রেরী সম্পাদক ইসমাইল হোসেন (দৈনিক লাখোকণ্ঠ), নির্বাহী সদস্য মাজেদুর রহমান মাজেদ (এখন টিভি), আহসান হাবিব আরমান (ডেইলী পোস্ট), আতাউর রহমান (আজকের পত্রিকা), বিপুল কুমার (মাই টিভি), আহসান হাবীব (দেশের কণ্ঠ) ও জাহাঙ্গীর আলমকে (গ্লোবাল টিভি) ঘোষণা করা হয়েছে।

নব-নিবার্চিত সভাপতি বলেন, জয়পুরহাটের সাংবাদিক সমাজ দেশের ক্রান্তি লগ্নে সকল ভেদাভেদ বৈষম্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ায় ধন্যবাদ জানান। তিনি সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন