আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ টিউমার ক্যান্সারে আক্রান্ত জলঢাকা সরকারি কলেজর শিক্ষার্থী আল-আমিন ইসলাম আরিফ । চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা । এত টাকা যোগান দেয়া তার দিনমজুর বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ১৪ আগষ্ট ধরা পড়ে টিউমার ক্যান্সার। পরিবার সাধ্যমতো চিকিৎসা চালানোর খরচ নির্বাহ করতে ব্যর্থ হলে তার বন্ধুরা এগিয়ে আসেন। আলামিনের অপারেশন নামক ফান্ডে তারা প্রায় ১০ হাজার টাকার মতো সাহায্য তোলে। কিন্তু ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসার জন্য এটা পর্যাপ্ত নয়। প্রয়োজন আরও প্রায় ৫ লাখ টাকা। এ ব্যাপারে আলামিনের বন্ধু মেহেদী হাসান , বলেন, আলমিনের এই অবস্থার জন্য আমরা সবাই মর্মাহত। ওর ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা ওর নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। তাই আমরা ওর চিকিৎসার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি এবং আমরা আমাদের অভ্যন্তরীণ সকল সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের একটাই লক্ষ্য- আমাদের বন্ধু সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। সকলে তার জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আলআমিনের ভাগিনা সোহেল রানা জানান চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না বলেই আমরা আপনাদের সাহায্য চেয়েছি। আমি সকলের কাছে আলামিনের জন্য দোয়া ও সাহায্য কামনা করেছি। আলোচনা চলছে। এমনকি আমরা মামা আলামিনের জন্য আমাদের বন্ধু-বান্ধব অর্থাৎ ব্যক্তিগত লিঙ্কগুলোও ব্যবহার করছি। সবার নিজ নিজ অবস্থান থেকে আলামিন কে বাঁচানোর জন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। যোগাযোগঃ 01741579960