প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বিচ্ছুরিত আলো

শাহজালাল সুজন
রুধির ধারায় সিক্ত গোধূলির আভা
দ্যুলোক বিবশ হয়ে কম্পিত ছোঁয়া
হতাশা বরফ জমে কুণ্ডলীর পাকে
কৃষ্ণচূড়া লাল পুষ্প পুড়েছে তুষারে।

মহীধর গায়ে উষ্ণ কালো চুম্বনে
বিষণ্ন চোখের ভাঁজে সবুজ শ্যামল
তরুলতা কেঁদে ওঠে বীভৎস যন্ত্রনা
হৃদয় গহীনে ক্ষত বাহিরে ধোঁয়াশা।

দিগন্তের দ্রাঘিমায় খন্ডিত আঁচড়ে
কুহেলি ঢেকেছে আকাশের নীলে
শুভ্রতা তবুও শেষে আলিঙ্গনে চেয়ে
লোহিত শ্বাদলে বহে বিচ্ছুরিত আলো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন