প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাদারীপুরের রাজৈরে প্রতিবন্ধী শিক্ষাথীদের হুইল চেয়ার বিতরণ

মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি : রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষাথীদের চলাচলের জন্য বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৫ আগষ্ট রোজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা এর ব্যাবস্থাপনায় হুইলচেয়ার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন সাহা, আয়োজক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গুলশান আরা , উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দ ,উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা হলেন মোঃ সিয়াম মীর, পিতা নাজমুল মীর,সুপ্রাবী বিদ্যালয় কবিরাজপুর । রাহিমা রীপা , পিতা রিপন মাতব্বর ,সুপ্রাবী বিদ্যালয় কবিরাজপুর, প্রিয়াঙ্কা সাহা, পিতা মিন্টু সাহা ৪২ নম্বর প্রাথমিক বিদ্যালয় সুপ্রাবী খালিয়া, শিলা আক্তার, পিতা আলামিন মুন্সি, নয়াকান্দি শুপ্রাবী বাজিতপুর। ভক্তরা হুইল চেয়ার পেয়ে খুবই খুশি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন