প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি’র নতুন নির্বাহী কমিটি গঠন

 নিজস্ব প্রতিনিধিঃ এম টি আই আহাদ মাহমুদ ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির সাধারণ সভা ও নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৭ আগস্ট (শনিবার) বাদ মাগরিব ২০ নং চামেলিবাগ শান্তিনগর ঢাকায় এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু সাহেবের মিলনায়তন কক্ষে গোবিন্দগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার এ.কে. এম. ফজলে রাব্বি’র সভাপতিত্বে ঢাকাস্থ গোবিন্দগঞ্জবাসীদের সমন্বয়ে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গোবিন্দগঞ্জ সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান সাহেব ভার্চুয়াল বক্তব্যে সভা পরিচালনার জন্য জনাব রাব্বীকে সদয় সম্মতি প্রদান করেন ও উক্ত সভার আহ্বায়ক ১,এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু ও ২, এড.ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ কে সভা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন সভায় সবার মতামতের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেয়া হবে তার সাথে তিনি সম্পূর্ণ রূপে একমত। উপস্থিত সবাই ভার্চুয়াল বক্তব্য শোনেন ও মতামত পোষণ করেন। গোবিন্দগঞ্জ সমিতির স্থবিরতা চরম আকার ধারণ করায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য এবং সমিতি কে বেগবান করে হারানো গৌরব পূনর্জনের জন্য উক্ত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা শুরু হয়। সভায় ব্যাপক আলোচনা হয়। অনেকেই গঠনমূলক আলোচনা করেন। অতঃপর সর্বসম্মতিক্রমে‌ ৩ বছরের জন্য ১৭ আগস্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই আংশিক কমিটি পরবর্তী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা হবে বলে ঘোষণা দেন। উক্ত আংশিক কমিটির সভাপতি জনাব এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু। সহ-সভাপতি সর্বজনাব ১) মোঃ আনিসুল হক ২) ফেরদৌস আলম রাজু ৩) ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম। মহাসচিব জনাব এড. ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ। যুগ্মমহাসচিব সর্বজনাব ১) এস. এম. সরকার পল্লব ২) সানোয়ারুল হক সনি ৩) আক্তার ফারুক রিপন। অর্থ সম্পাদক জনাব ইব্রাহিম আকন্দ। প্রচার ও গনসংযোগ সম্পাদক জনাব মোঃ রেদওয়ান সাব্বির রিয়াদ। আইন সম্পাদক জনাব এড. মোঃ সোহেল রানা। শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম সাথী। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আশরাফুল ইসলাম। ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সামিউল আলম রাসু। সবা শেষে গোবিন্দগঞ্জ সমিতিকে পুনরায় উজ্জীবিত করে গোবিন্দগঞ্জবাসির জন্য কল্যাণকর কার্যক্রমের মধ্য দিয়ে কমিটিকে অগ্রসর করার আহ্বান জানান নবনির্বাচিত কমিটির সভাপতি ও মহাসচিব।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন