মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। রবিবার (১৮আগস্ট) বিকেল ২ টায় উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোরেলগঞ্জ এপি, এরিয়া প্রগ্রাম ম্যানেজার, তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এসব চারা বিতারন করা হয়।পরিবেশ ও প্রতিকূলতা বজায় রাখতে ওয়ার্ল্ড ভিশন প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ৫ টি ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌর সদরের শতাধিক স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের এবং পিছিয়ে পড়া জনোগোষ্ঠীর মাঝে মোট ৪হাজার ৮০০পিস ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে।এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দিতা রিসিল (ইন্টার্ন)মোরেলগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মাসুদা আক্তার,সাংবাদিক নাজমুল তালুকদারসহ আরো অনেকে।