প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। রবিবার (১৮আগস্ট) বিকেল ২ টায় উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোরেলগঞ্জ এপি, এরিয়া প্রগ্রাম ম্যানেজার, তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এসব চারা বিতারন করা হয়।পরিবেশ ও প্রতিকূলতা বজায় রাখতে ওয়ার্ল্ড ভিশন প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ৫ টি ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌর সদরের শতাধিক স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের এবং পিছিয়ে পড়া জনোগোষ্ঠীর মাঝে মোট ৪হাজার ৮০০পিস ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে।এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দিতা রিসিল (ইন্টার্ন)মোরেলগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মাসুদা আক্তার,সাংবাদিক নাজমুল তালুকদারসহ আরো অনেকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন