প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কিশোরগঞ্জে এ্যাডকিউ এর আয়োজনে দুই ইউনিয়নে বৃক্ষরোপন

আজাদ হোসেন আওলাদ মিয়া কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ তরুনরা একতাবদ্ধ হব,সু-শিক্ষায় সমাজ গড়ব, গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ (এ্যাডকিউ) এর আয়োজনে ৩ আগস্ট শনিবার দুপুর ২ঘটিকায় বৃক্ষরোপন করা হয়। শনিবার কিশোরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মাদ্রাসায় বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন কবি,লেখক নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লেখক,সাংবাদিক ও এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ (এ্যাডকিউ) এর সভাপতি আব্দুল মান্নান,কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা দারুল হাদিস ইসলামিয়া হাফিজিয়া ও কিন্ডার গার্টেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, পুটিমারী ইউনিয়নের দারুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা আলীমুল ইসলাম,রাজধানী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া ও সাংবাদিক শেখসাদী প্রমূখ। সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি অফিস,কিশোরগঞ্জ,নীলফামারীর,ইনতেফা মার্কেটিং গ্রুপ বাংলাদেশ ও অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ, সৌজন্যে কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নিউজ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন