প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

র‌্যাব-৫ এর হাতে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫ এর হাতে হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, এর একটি চক্কুস আভিযানিক দল ৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ ৯:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী (সাগরপাড়া) গ্রামস্থ জনৈক মোজাম্মেল হক, পিতা- মৃত মকবুল হোসেন এর পাঁকা বসতবাড়ির সামনে গ্রামের চলাচলরত রাস্তার উপর অভিযান পরিচালনা মোঃ আজিমুদ্দিন ওরফে আজিম (৪৪), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা- মোছাঃ সালেহা বেগম, সাং-শিবসাগর আদর্শ পাড়া, থানা- গোদাগাড়ি, জেলা- রাজশাহী ’ কে ১৯৩ (একশত তিরানব্বই গ্রাম) গ্রাম হেরোইন ও ১ টি মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমন্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার এলাকা গোদাগাড়ীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামী মাদকদ্রব্য সংগ্রহ করে খুচরা বিক্রয় করার জন্য জনৈক মোজাম্মেল হক, পিতা- মৃত মকবুল হোসেন এর পাঁকা বসতবাড়ির সামনে গ্রামের চলাচলরত রাস্তার উপর অবস্থান করছিল । এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে ১৯৩ (একশত তিরানব্বই গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন