প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে শেফালি খাতুন (২৯) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৭ আগষ্ট) ভোরের দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শেফালি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকরপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসচালক রুবেল হোসেন জানান, ওই নারী সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন