প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবগঞ্জে ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ: গত বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে বিশ্ব ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে বিনামূল্যে ৫৫০ গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান, বিভিন্ন ভ্যাকসিন কৃমিনাশক বিতরণ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা, ডাঃ মোঃ শাহাদৎ হোসেন, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ), মোঃ তৌহিদুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা, ডাঃ মোঃ শাহাদৎ হোসেন তিনি বলেন, যেহেতু অফিস এখান থেকে অনেক দূরে এরা যোগাযোগ করতে পারে না বা যেতেও পারে না, আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্য ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করেছি, আমাদের উদ্দেশ্য হল প্রাণীসম্পদের সেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, প্রাণীসম্পদের রোগ-ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা, বিভিন্ন ভ্যাকসিন কৃমিনাশক এধরনের উপকারিতা ও বিতরণ করা হয়। এতে প্রাণীসম্পদের উৎপাদন যাতে বৃদ্ধি পায় এই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি, এধরনের সেবা অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন