মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রী শ্রী কালভৈরব মন্দির,শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শাঁখারী পাড়া পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।গতকাল বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে জামায়াত নেতৃবৃন্দ জানান-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই। আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি। বাংলাদেশে বৈষম্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধ হয়েছিল সুতরাং বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবার একটাই পরিচয় আমরা বাঙালি। সম্প্রতি দেশের চলমান পরিস্থিতিতে একটি কুচক্রী মহল বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অসৎ উদ্দেশ্য বাংলার মাটিতে কখনো কায়েম হতে দেওয়া হবে না। এদেশ আমাদের এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এদেশে যাতে কোন সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত না হয় সেজন্য আমরা হিন্দুদের বাড়িঘর, মন্দির পাহারা দিচ্ছি এবং আগামীতেও অব্যহত রাখবো। আপনাদের কারোর কোনো অসুবিধা থাকলে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এসব মন্দির পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন জামায়াত নেতা মাও: মনিরুল ইসলাম ফারুকী,মাও: জাকির হোসেন, প্রফেসর মোঃ শহিদুর রহমান, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ শহিদুজ্জামান,মাওঃ মহসিন , মহিবুল্ল্যাহ,বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, সাংবাদিক শামীম রেজা, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মোখলেসসহ জামায়াত ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।