প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মনোহরদীতে সংখ্যালগুসহ সাধারণ মানুষের পাশে সবসময় ছিলো আছে থাকবে সাবেক ছাএনেতা,খ,ম কামরুল ইসলাম

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার :মনোহরদীতে সংখ্যালগুসহ সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম আছি থাকবো সাবেক ছাএনেতা, খ, ম কামরুল ইসলাম।সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর বাজারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন,মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামের কৃতি সন্তান নরসিংদী জেলা ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক,নরসিংদী সরকারী বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক সম্পাদক,জেলা যুবদলের সম্মানিত সদস্য,জনাব খ,ম কামরুল ইসলাম। বক্তব্যে তিনি স্বৈরাচারিনী শেখ হাসিনা সরকারের পদত্যাগে অগ্রনি ভূমিকা পালন করায় বৈষম্য বিরোধী ছাএ আনদোলনের অংশগ্রহণ কারী সকল শিক্ষার্থী ও জাতীয়তাবাদী দলের সকলকে ধন্যবাদ জানান। এসময় তিনি আরো বলেন,আমি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী আমার নেতা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি,জনাব খায়রুল কবির খোকন।তবে আমি যেহেতু মনোহরদীর সন্তান,যোগ্যতা অনুসারে আমাদের দলের চেয়ারম্যান জনাব,তারেক রহমান মনোহরদী বেলাবো তে যাকে মনোনয়ন দিবে আমি তার হয়ে সকলকে নিয়ে দলের পক্ষে কাজ করবো। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন,বর্তমান সময়ে বিএনপির বদনাম করতে কিছু দৃস্কৃতিকারীমহল সংখ্যালুগু সহ নিরীহ মানুষের বাড়ীতে হামলা ভাংচুর করছে।জাতীয়তাবাদী দল কখনও এসব কাজে জড়িত নয়। আমি নিজ এলাকায়,সংখ্যা লুগু দের খোজ খবর নিয়েছি।যদি কেউ এসব সন্ত্রাসী কাজে জড়িত থাকে আমরা সকলে মিলে কঠোন হস্তে দমন করবো, ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন