প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রামগড় ৪৩ বিজিবির অভিযানে প্রতিনিয়ত ভারতীয় মদ জব্দ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে প্রতিনিয়ত ভারতীয় মদ জব্দ চট্রগ্রাম জেলার ভূজপুর হাবিবুল্লাহ চর এলাকা থেকে ভারতীয় মদ করেছে রামগড় ৪৩ বিজিবি রবিবার(৮ অক্টোবর) গভীর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় আঁধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃশরীফ মাহাবুব রহমানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুল্লাহ চরে অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৩০ বোতল মদ করা হয়, যার বাজার মুল্য ৪৫ হাজার টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন