প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্টসহ ৮ জনের পদত্যাগ

মাটি মামুন রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমান সহ সাতজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি সাংবাদিক দের নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ আগস্ট বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন এবং গত ৬ আগস্ট বেরোবির প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড.কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক  প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী পদত্যাগ করেন। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা একে একে পদত্যাগ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন