প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মধ্যনগরে ভারসাম্যহীন অজ্ঞাত পুরুষের মৃত্যু

মধ্যনগরে ভারসাম্যহীন অজ্ঞাত পুরুষের মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর মাছ বাজারে এক অজ্ঞাত ভারসাম্যহীন পুরুষের মৃত্যু হয়েছে।তার আনুমানিক বয়স(৩৫)।দাড়ি ও মাথায় লম্বা চুল রয়েছে। ৮ই অক্টোবর রোববার সকালে স্থানীয়রা অজ্ঞাত ব্যাক্তির মৃত লাশ দেখতে পান।পরে মধ্যনগর থানা পুলিশকে অবগত করে। খোঁজনিয়ে জানা যায় মানসিক ভারসাম্যহীন ঐ পুরুষ দীর্ঘদিন ধরে মধ্যনগর উপজেলা সদর বাজারে অবস্থান করছে।তবে তার কোন পরিচয় পাওয়া যায় নি। এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন বলেন লোকটি মানসিক ভারসাম্যহীন পুরুষ। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি এবং সুরতহাল চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন