প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শ্রীবরদীতে পুলিশের অভিযানে জীবিত তক্ষকসহ ৪ প্রতারক গ্রেফতার

শ্রীবরদীতে পুলিশের অভিযানে জীবিত তক্ষকসহ ৪ প্রতারক গ্রেফতার
শেরপুরের শ্রীবরদীতে ১ টি বন্যপ্রাণী জীবিত তক্ষকসহ প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।৬ ই অক্টোবর শুক্রবার রাতে উপজেলার ভায়াডাঙ্গা বাজার গরুহাটি এলাকার সরকারি পাকা রাস্তার সামনে তক্ষক টি ক্রয় বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের আব্দুল খালেক ঢালীর ছেলে রফিকুল ইসলাম (৪০).
রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের সুলতান মিয়ার ছেলে হারুন মিয়া (৩০),তাতীহাটি ইউনিয়নের পুড়াগড় গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন মিয়া (২৩) ও শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে শাহিন মিয়া (১৯)
পুলিশ জানায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে স্মার্ট ও সাহসী এসআই রাশেদুল ইসলাম পলাশের নেতৃত্বে এএসআই বিপুল রহমান, এএসআই কামরুল সঙ্গীয় থানা পুলিশের একটি অভিযানিক দল সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গরু হাটি এলাকার পাকা রাস্তা থেকে জীবিত বন্যপ্রাণী তক্ষক ক্রয় বিক্রয়কাল প্রতারক চক্র ৪ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় ধৃতদের কাছ থেকে লাল রঙের ছোট ব্যাগের মধ্যে সিলভার রংয়ের ডোরাকাটা ১ টি জীবিত বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। যা ১৬ ইঞ্চি লম্বা ও যার ওজন ১৩৫ গ্রাম।এ ঘটনায় এসআই মো রাশেদুল ইসলাম পলাশ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ তৎসহ ১৯২৭ সনের বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।অভিযানের নেতৃত্ব দেওয়া এস আই মো রাশেদুল ইসলাম পলাশ জানায়,দীর্ঘদিন যাবত এ চক্রটি সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বন্য প্রাণী তক্ষক দেখিয়ে প্রতারণা করে আসছিল।এরা মূলত প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
আমাদের কাছে আগেই এ ধরনের তথ্য ছিল ওসি মো কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সততা নিশ্চিত করে শনিবার দুপুরে বলেন এরা ৪ জন মূলত প্রতারক। বন্যপ্রাণী তক্ষক ক্রয় বিক্রয় চক্রের সদস্য এরা।তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।ধৃতদের শনিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন