প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে বিএনপি।বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছির বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অন্যদিকে জয়পুরহাট চিনিকল রোড থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন