
এস এম আলমগীর চাঁদ ( বিশেষ প্রতিনিধি ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতা হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাঁথিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা যুবদলের আয়োজনে এ বিক্ষোভ,সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে যুবদলের উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের সমন্বয়ে মিছিল টি উপজেলা চত্বর হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা,যুবদল নেতা মামুন হোসেন রাসেল,আতিকুজ্জামান সজল প্রমুখ।বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র জনতা হত্যার কঠোর নিন্দা এবং খুনীদের যথাযথ বিচার দাবী করেন