প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পাইকগাছায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও জায়গা-জমি দখল সহ সকল অত্যাচারের বিরুদ্ধে পাইকগাছায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আয়োজিত উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি-তে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ জড়ো হতে থাকে। দুপুরে বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট থেকে একটি প্রতিবাদ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তৃতা করেন, অনিমেষ মন্ডল, প্রধান শিক্ষক সুকৃতি মোহন, বিরাজ মন্ডল, তপোষ ঘোষ, ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শ্রী ধ্রুব রঞ্জন সাধু,
কনক চন্দ্র সরকার, রবীন কর্মকার, বিধান চন্দ্র মন্ডল, আশীষ কুমার দত্ত, সাধন দেবনাথ, সুপ্রসাদ সরকার, সাবেক ইউপি সদস্য প্রীতিলতা বিশ্বাস, সুভাষ মন্ডল, বিভূতি ভূষণ ঢালী, প্রশান্ত সরকার, জগন্নাথ মন্ডল, অসীম রায় চৌধুরী, মিলন রায় চৌধুরী, কৃতিমান ফুটবলার রঞ্জন, বাপ্পা ব্যানার্জি, শ্যামসুন্দর মন্ডল, আশুতোষ সরকার, কবিন্দ্র নাথ রায়, প্রশান্ত মন্ডল, জয় সরকার, এড. শিবু প্রসাদ সরকার, সুদীপ দাশ প্রমুখ।এসময় সংখ্যালঘু অধিকার সংরক্ষণ আইন সহ ৮ দফা বাস্তবায়নে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট দাবী জানিয়ে পাইকগাছায় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন-এ সনাতন ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেছেন। কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করতে সহায়তা করায় শিক্ষার্থীদের, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন