প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারতে কেন্দ্রীয় সমন্বয়করা

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বযক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও নর্দান ইউনিভার্সিটির শিক্ষকরা নিহত শহীদ আসিফ হাসান এর দেবহাটা (সাতক্ষীরা) র’ বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হাসান এর বাড়িতে সোমবার (১২ আগস্ট) বেলা ১১ঃ৩০ টায় নিহত আসিফের বাড়িতে যান নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তালেব হোসেন ও শিক্ষক মোহাম্মদ রাকিব হাসান, কেন্দ্রীয় সমন্বয়ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মাহমুদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আহসান নাঈম, শাকিব, রাকিব প্রমূখ ছাত্রবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ সময়ে নিহত আসিফ হাসানের বাড়ির পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং পরে তার কবর জিয়ারত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন