প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

উদ্বোধনে কলেজের জন্য ১কোটি ৭লক্ষ টাকা অনুদান

উদ্বোধনে কলেজের জন্য ১কোটি ৭লক্ষ টাকা অনুদান
চট্টগ্রাম, ফটিকছড়ি হারুয়ালছড়ি বাসির স্বপ্ন ছিল বহুদিন, কলেজ হবে একদিন। তবে এখন আর স্বপ্ন নয় নতুন রুপে ৭ অক্টোবর শনিবার সকালে শুভ উদ্বোধন হলো, ফটিকছড়ির অন্তর্গত হারুয়ালছড়ি কলেজ। এতে ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে এবং এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম এর, সঞ্চালনায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিঃ এর প্রধান উপদেষ্টা, গ্রুপ ক্যাপ্টেন ( অব‌:) আবু জাফর চৌধুরী , পিএসসি , জিডি পি। তিনি সকালে বিত্তি প্রস্থর উদ্বোধন করেন, উদ্বোধনে বক্তব্য বলেন, হারুয়ালছড়ি মানুষের বহুদিনের স্বপ্ন একটি কলেজ হবে। এই স্বপ্ন আজকে পূরণ হলো।তিনি আরো বলেন,আমি আমার হারুয়ালছড়ি কলেজের জন্য ১ কোটি ৭ লক্ষ অনুদান দিচ্ছি। হারুয়ালছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী বলেন, এই কলেজটি আপাত হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের সাথে অস্থায়ীভাবে পাঠদান করবেন। কলেজের জন্য নতুন ভ্রমণ তৈরি করা হবে। আমাদের ইউনিয়নের সকলের সুবিধার জন্য আমরা কলেজটি নয়াহাটের পূর্ব দিকে গোলাপ ফকির ওইখানে কলেজের নতুন ভবন হবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তোহিদুল আনোয়ার হাই স্কুলের সভাপতি সুজা উদ্দিন জাফর এবং সহযোগি অধ্যাপক,মোঃ শফিউর রহমান,ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,শাহাজাহান চৌধুরী শিপন।হারুয়ালছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জানে আলম হারুয়ালছড়ি পশ্চিমপাড়া জি এস সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, বাবলা কুমার দে।হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হায়দার অত্র স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন নিউটন প্রমূখ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন