প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে স্বস্বকর্মস্থলে যোগদান

 মাটি মামুন রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে স্ব স্ব কর্মস্থলে ফেরায় জি ওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টার্স, রংপুর এর থানা পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন  (১২) আগস্ট ২০২৪ ইং মেজর জেনারেল সাকিল আহমেদ এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি,এএফডব্লিউসি,পিএসসি,জিওসি ৬৬পদাতিক ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টার্স রংপুর। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কর্মবিরতি প্রত্যাহার করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসায় এবং স্থবির হওয়া থানা পুলিশের কার্যক্রম পুনরায় চালু করে মানুষের নিরাপত্তায় নিয়োজিত হওয়ায় কোতয়ালী ও মাহিগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশকে পেশাগত দক্ষতা, জনগণের প্রতি বন্ধুভাবাপন্ন, দায়বদ্ধ এবং জনবান্ধব হয়ে কাজ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন