প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগর থানার কার্যক্রম শুরু, পুলিশের টহল

মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে রাণীনগর থানা পুলিশের সকল কার্যক্রম শুরু করতে দেখা গেছে। এর আগে কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে করে সারাদেশের ন্যায় রাণীনগর থানা পুলিশকেও আর মাঠে দেখা যায়নি। কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে রাণীনগর থানার সকল অফিসার-ফোর্স থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করেন। এরপর দুপুরের দিকে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদের নেতৃত্বে রাণীনগর সদরে পুলিশের টহল দিতে দেখা য়ায়। টহল শেষে তারা থানায় যান। রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, সকল অফিসার-ফোর্স থানায় ছিলেন। সোমবার সকাল থেকে আমরা পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। আমরা পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের হয়ে কাজ করতে চাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন