প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কর্মবিরতি প্রত্যাহার করে নিজ কর্মস্থলে ফুলছড়ি থানা পুলিশ

সাঘাটা ( গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ির থানার পুলিশ কর্মবিরতি প্রত‍্যাহার করে নিজ কর্মস্থলে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। এসময় ফুলছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা থানায় গিয়ে পুলিশ ও সেনা সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান। কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ‘আমরা জনগণের সহযোগিতা প্রত্যাশা করছি। এখন জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত। উল্লেখ্য, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ কর্মচারী সংগঠন গুলো এর আগে রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।কর্মবিরতির পর পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক কাজে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সমন্বয়ক খোরশেদ আলম, আতিকুর রহমান শান্ত, জাহিদ, সুমন, শ্রাবণ, মুকুল, পারভেজ, শুভ প্রমুখ। শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সাংবাদিক ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন