প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ে করছেন শিক্ষার্থীরা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :নওগাঁর রাণীনগরে হাট/বাজারের টোল আদায় এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার মনিটরিং করেন তারা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের নেতৃত্বে এদিন দুপুরে আবাদপুকুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বের হন। এসময় চাল, ডাল, পেয়াজ, তেল, গরু-খাসি, মুরগীর গোস্তসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে এবং তালিকা অনুযায়ী ক্রেতাদের পণ্য কিনতে অনুরোধ জানান। যদি কোন ব্যবসায়ী কিম্বা হাট/বাজার ইজারাদার নির্ধারিত মূল্য তালিকার বাহিরে অতিরিক্ত অর্থ নেয় তাহলে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ঠদের জানানোর জন্য অনুরোধ করেন তন্ময়। মনিটরিংয়ে অন্যদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাফিউল, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান রানাসহ স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেয়। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন